১. ECA করতে চাই করনীয় কি জানতে চাই?
উত্তর: প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ECA (Educational Credential Assessment) করাতে চাচ্ছেন।
২। ECA করার জন্য কোন কোন প্রতিষ্ঠান আছে?
উত্তর :ECA করে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেমন:
WES,CES, IQAS, ICAS, ICES, SPANTRAN, IEE, ZABS, Globelanguage ইত্যাদি।
৩। এগুলোর মধ্যে কোন প্রতিষ্ঠান ভালো?
উত্তর: এটা নির্ভর করে আপনি কোন দেশের জন্য Assessment করতে চাচ্ছেন।
যেমন:
(a) WES, IQAS, ICAS, ICES এবং CES এই প্রতিষ্ঠানগুলো কানাডার জন্য Assessment করে।
(b) WES এবং SPANTRAN কানাডা এবং ইউএসএ এর জন্য Assessment করে।
(c) ZABS জার্মানির জন্য Assessment করে।
(d) globe language চায়নার জন্য Assessment করে।
৪। WES এবং CES ২টা প্রতিষ্ঠানই কি কানাডার জন্য Assessment কর?
উত্তর: হ্যা।
৫। WES এবং CES ২টা প্রতিষ্ঠানের মধ্যে কোনটা ভালো?
উত্তর: WES খুবই দ্রুত কাজ করে। ডুমেন্টস পাঠানোর পর সাধারনত এক মাসের মধ্যে Assessment report দিয়ে দেয় এবং অনার্স এবং মাস্টার্স এর Assessment করার জন্য আনুমানিক ৩০০ ডলার পেমেন্ট করতে হয়। আবার CES এ একই ডকুমেন্টস Assessment করার জন্য ৫০০ ডলার পেমেন্ট করতে হয়। তবে CES, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স-মাস্টার্স কে কানাডার মাস্টার্স এর সমমান দেয়। WES জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স-মাস্টার্স কে কানাডার অনার্সের সমমান দেয়।
৬। WES এবং CES এ কত ডলার জমা দিতে হয়?
উত্তর : WES এ আনুমানিক ৩০০ ডলার এবং CES এ আনুমানিক ৫০০ ডলার জমা দিতে হয়।
৭। WES or CES এর মাধ্যমে Assessment করলে কি কি ডকুমেন্টস লাগবে?
উত্তর:
(১) Academic Records Request Form (এটাকে WES বা CES Form ও বলে)।
(২) সার্টিফিকেট।
(৩) একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
৮। আমারতো একাডেমিক ট্রান্সক্রিপ্ট নাই মার্কশীট আছে। মার্কশীট দিয়ে কি হবে?
উত্তর : না মার্কশীট দিয়ে হবে না। একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে। কারন মার্কশীট এ পেপার টাইটেল থাকে না। তবে কিছু মার্কশীটে পেপার টাইটেল থাকে। পেপার টাইটেল থাকলে মার্কশীট দিয়েও হবে।
৯। আমারতো Original Certificate নাই। Provisional Certificate আছে। এটা দিয়ে কি হবে?
উত্তর : WES এ হবে। কিন্তু CES এ original certificate লাগে।
আমাদের পরামর্শ যেহেতু বিদেশে উচ্চ শিক্ষার/ চাকুরীর জন্য ট্রাই করছেন তাই original certificate এবং academic transcript উঠানোই ভালো।
১০। আপনারা কি Original Certificate এবং একাডমিক ট্রান্সক্রিপ্ট উঠানোর সহযোগিতা করেন?
উত্তর: হ্যা সহযোগিতা করি।
১১। Original Certificate এবং একাডমিক ট্রান্সক্রিপ্ট উঠানোর জন্য কি কি লাগবে?
উত্তর:
Original Certificate এর জন্য:
(১) বিশ্ববিদ্যালয়ের প্রেসক্রাইব ফরম পুরণ করতে হবে (ফরমে অধ্যক্ষের স্বাক্ষর লাগবে।
(২) রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি
(৩) প্রবেশপত্রের ফটোকপি
(৪) প্রভিশনাল সার্টিফিকেটের ফটোকপি এবং মূলকপি (মূলকপি অরিজিনাল সার্টিফিকেট রিসিভ করার সময় বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হয়)
১২। আপনারা কি WES/CES এ একাউন্ট create করে ডলার পেমেন্ট করে দিতে পারবেন?
উত্তর: হ্যা দেই।
১৩। যদি আমি WES/CES এ একাউন্ট নিজে করতে চাই পারবো?
উত্তর: হ্যা পারবেন। একটু স্টাডি করলেই পারবেন।
১৪। Harvard University/ পৃথিবীর যে কোন ইউনিভার্সিটিতে আমার সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট আমার ইউনিভার্সিটির রেজিস্ট্রার/কন্ট্রোলারের অফিসিয়াল ইমেইল থেকে পাঠাতে চাই? এ ব্যাপারে আপনারা সাহায্য করতে পারবেন?
উত্তর: হ্যা এ ব্যাপারে সাহায্য করে থাকি।
১৫। এখানে ভর্তির সুযোগ না পেলে পরবর্তী তে আরো কিছু ইউনিভার্সিটিতে আমার একই ডুমেন্টস পাঠানো লাগতে পারে। তাহলে করনীয় কি?
উত্তর: একই প্রক্রিয়ায় পাঠাতে পারবেন। তবে যদি আগেই সিদ্ধান্ত নিতে পারেন যে, ৫টা বা ১০ টা ইউনিভার্সিটি তে এক সাথে ইমেইল করবেন। তাহলে খরচ অনেক কম হয়।
১৬। ১টা ইউনিভার্সিটিতে শুধু একাডমিক ট্রান্সক্রিপ্ট Sealed Envelop করে পাঠানো লাগবে। কিভাবে পাঠাবো?
উত্তর: যে ইউনিভার্সিটিতে সিলড এনভেলপ করে পাঠাবেন সে ইউনিভার্সিটির ঠিকানা অবশ্যই লাগবে।
১৭। Sealed Envelop or Electronically/Email এ পাঠানোর ক্ষেত্রে কোনটা ভালো?
উত্তর: অবশ্যই Electronically/Email ভালে। Electronically/Email এ পাঠালে Secondary Verification হয় না। তবে এটা ডিপেন্ড করে আপনি যে প্রতিষ্ঠানে ডকুমেন্টস পাঠাবেন তারা কোনটা প্রেফার করে। তরা যদি দুইটাই অপশন দেয় তাহলে Electronically/Email এ পাঠানোই ভালো।
১৭। আমি জার্মানের জন্য Assesment করতে চাই? কোনো প্রতিষ্ঠান আছে?
উত্তর: আছে। ZABS এর মাধ্যমে Assesment করানো যায়।
১৮। ZABS এর মাধ্যমে Assesment করতে হলে কি করতে হবে?
উত্তর: প্রথমে অবশ্যই ZABS এ অনলাইনে একাউন্ট করতে হবে।
১৯। ZABS এর মাধ্যমে Assesment করতে হলে কি ডকুমেন্টস লাগবে?
উত্তর : সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট হলেই হবে। এগুলো ভেরিফাই এবং attested করে ইউনিভার্সিটির অফিসিয়াল ইমেইল থেকে ইমেইল করলেই হয়।
২০। Original Certificate এবং একাডমিক ট্রান্সক্রিপ্ট ভেরিফিকেশন এবং Attestation করতে চাই? আপনাদের মাধ্যমে কি করানে যাবে?
উত্তর : হ্যা করতে পারবেন।
২২। Original Certificate এবং একাডমিক ট্রান্সক্রিপ্ট ভেরিফিকেশন এবং Attestation করতে কি কি ডকুমেন্টস লাগবে?
উত্তর: ফটোকপি ভেরিফিকেশন করলে ফটোকপি হলেই হবে। আর মূলকপি ভেরিফিকেশন এবং Attestation করতে চাইলে অবশ্যই মূলকপি লাগবে?
২৩। আমদের কোম্পানির এমপ্লয়িদের সার্টিফিকেট ভেরিফিকেশন করতে চাই? এ ব্যাপারে কি আপনারা সহযোগিতা করেন?
উত্তর : হ্যা আমরা সহযোগিতা করে থাকি।
২৪। কোম্পানির এমপ্লয়িদের সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হলে কি করতে হবে?
উত্তর: আপনারা আমাদেরকে একটা authority দিবেন সাথে সনদ/নম্বরপত্র দিয়ে। আমরা এমপ্লয়ির বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠাবো। পরবর্তীতে ঐ বোর্ড/বিশ্ববিদ্যালয়ের ভেরিফিকেশন রিপোর্ট আমরা আপনাদেরকে প্রেরন করবো।
২৫। ইন্ডিয়া/থার্ড পার্টি/ বিদেশি যেকোনো একটি প্রতিষ্ঠান আমার সার্টিফিকেট ভেরিফিকেশন জন্য আমার ইউনিভার্সিটিতে ইমেইল করেছে। এ ব্যাপারে কি আপনারা কোনো সহযোগিতা করেন?
উত্তর : হ্যা সহযোগিতা করে থাকি। এটার জন্য যেটা করতে হয় সেটা হলো একটা ফি জমা দিতে হয় এবং ফলোআপ করতে হয়।
২৬। Embassy আমার সার্টিফিকেট ভেরিফিকেশন করার জন্য আমার ইউনিভার্সিটিতে ইমেইল করেছে। এ ব্যাপারে কি আপনারা কোনো সহযোগিতা করেন?
উত্তর: Embassy ইমেইল করলে কোনো ফি জমা দিতে হয় না। শুধুমাত্র ফলোআপ করতে হয়৷ দায়িত্বপ্রাপ্ত অফিসার ভালো হলে সেটাও করতে হয় না।
২৭। আমিতো উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাই কিন্তু আমারতো সার্টিফিকেটে নিজের নামের বানানে ভুল আছে। আপনারা এ ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবেন?
উত্তর: সহযোগীতা করে থাকি তবে এ প্রক্রিয়ায় অনেক সময় দিতে হবে। কাজগুলো ধাপে ধাপে করতে হয়। যেমন: প্রথমে ধাপ: রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে
দ্বিতীয় ধাপ: প্রবেশপত্র সংশোধন করতে হবে।
তৃতীয় ধাপ: সনদ/নম্বরপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংশোধন করতে হবে।
২৮। একাডেমিক ডকুমেন্টস এ নিজের নাম/পিতার নাম/মাতার নাম সংশোধনের প্রক্রিয়া কি? এবং কি কি ডকুমেন্টস লাগবে?
উত্তর: সংশোধনের নিমিত্তে এভিডেন্স হিসেবে প্রয়োজনীয় ডকুমেন্টসসহ সংশ্লিষ্ট বোর্ড / বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে।